চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাকৃতিক দুর্যোগে মেহেরপুরে লিচুর ফলন বিপর্যয়

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর প্রভাবে মেহেরপুরে এবার লিচুর ফলন বিপর্যয় হয়েছে। অন্যান্য বছরের তুলনায় অর্ধেক অর্থও এবার অর্জিত হবে না, জানাচ্ছেন বাগানমালিক ও ব্যবসায়ীরা।

মেহেরপুরে এবার মৌসুমের শুরুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাগানের অধিকাংশ লিচু ফেটে নষ্ট হয়ে যায়। এছাড়া কালবৈশাখীতেও ঝরে গেছে অনেক লিচু।

গাছের লিচু কালো দাগ ধরে শুকিয়ে ফেটে যাচ্ছে। বাগান মালিকরা জানাচ্ছেন অধিকাংশ বাগানের ৫০ শতাংশ লিচু নষ্ট হয়ে গেছে।

ব্যবসায়ীদের মতে, এবার বিপুল অংকের টাকা লোকসান গুণতে হবে তাদের। বিপর্যয় থেকে ফল রক্ষায় কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট: