চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রসূতির পেটে সুই রেখে চড়-থাপ্পর মেরে অস্ত্রোপচার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হতদরিদ্র প্রসূতির পেটে সুই রেখে অস্ত্রোপচারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

জানা যায়, সদর উপজেলার পাগলাপীরের অটোরিক্সা চালক তানজিদের গর্ভবতী স্ত্রী আফরোজা বেগম গত মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হন।

স্বজনদের অভিযোগ, ‘‘ওই দিন রাতে নরমালভাবে বাচ্চা প্রসব করার চেষ্টা ব্যর্থ হলে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা গাইনী ওয়ার্ডে কাটা-ছেড়া করে বাচ্চাপ্রসব করায়।

এরপর রক্তক্ষরণ হলেও প্রসবের ২ ঘণ্টা পর শরীর অবশ না করেই কাটা অংশ সেলাই করা হয়। অপারেশন থিয়েটারে রোগী আফরোজা ব্যথায় চিৎকার করলে তাকে কর্তব্যরত নার্সরা চড়-থাপ্পর মারে।

অপারেশনের পর জরায়ু ও মলদ্বারের অংশে তীব্র ব্যাথা হলে এক্সরে রিপোর্টে পেট সুই রয়েছে বলে ধরা পড়ে। খবর পেয়ে সাংবাদিকরা হাসপাতালে গেলে আজ বেলা ৩টায় চিকিৎসকরা তড়িঘড়ি করে অপারেশন করে পেট থেকে সুই বের করে আনে।’’

এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।