চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রশাসনকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পাশে থাকতে মির্জা ফখরুলের আহ্বান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে নেতৃত্ব শূণ্যতা নেই বরং আওয়ামী লীগই নেতৃত্ব শূণ্য।

তিনি বলেন, দেশে সংবিধান মেনে নির্বাচন না হলে আর তখন কোন অঘটন ঘটলে তার দায়ভার বিএনপি নেবে না।

বুধবার ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘করোনা হেল্প সেন্টারের’ উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

প্রশাসনকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি’র আন্দোলনের নতুন জোয়ারে ফ্যাসিবাদী সরকারের পতন হবে। তাদের খুঁজে পাওয়া যাবে না। তাই আমি সরকারকে বলব, এখনও সময় আছে, দেয়ালের লেখনীগুলো পড়ুন। মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন, মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করুন।

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সে অপরাধ থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ যেন তার পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সে ব্যবস্থা করুন।

নেতাকর্মীদের একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা।