চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রযুক্তিতে বেশি সংখ্যক নারীর অংশগ্রহণের জন্য ‘ওমেনটর’ চালু

শেষ হলো ইঞ্জিনিয়ারিং ছাত্রীদের ওমেনটর -এর প্রথম সিজন

প্রযুক্তিতে বেশি সংখ্যক নারীর অংশগ্রহণ ও সাফল্যের জন্য ‘ওমেনটর’ চালু করা হয়েছে। 

গতকাল ভার্চ্যুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য বাংলালিংকের ছয় মাসব্যাপী মেনটরিং প্রোগ্রাম ওয়মেনটর-এর প্রথম সিজন শেষে এসব জানান সংশ্লিষ্টরা।

তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীদের পেশাগত দক্ষতা ও কর্পোরেট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে বাংলালিংক চলতি বছরের জানুয়ারিতে ‘ওমেনটর’-এর প্রথম সিজন শুরু করে।

দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পায় ‘ওমেনটর’। বাছাই করা শিক্ষার্থীরা বাংলালিংকে কর্মরত নারী প্রকৌশলীদের সাথে ওয়ান-অন-ওয়ান মেনটরিং সেশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ‘ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রীদেরকে বাংলালিংকের অভিজ্ঞ নারী প্রকৌশলীদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের সুযোগ দিতে আমরা ওমেনটর চালু করেছি। একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রযুক্তি ক্ষেত্রে আরও বেশি সংখ্যক নারীর অংশগ্রহণ ও সাফল্য দেখতে চাই। যেভাবে অংশগ্রহণকারীরা সাড়া দিয়েছে ও এই উদ্যোগ সফল করতে আমাদের সাহায্য করেছে তাতে আমরা সত্যিই আনন্দিত।’