চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ

আগামী ২০১৮-১৯ অর্থবছরে সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি। যা চলতি অর্থ বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। এর আগের অর্থবছরে (২০১৬-১৭) এ লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ এর আশেপাশে ছিল। তবে গত দুই বছর ধরেই প্রবৃদ্ধি ৭ শতাংশ এর উপরে। এবার বিবিএসের ধারণা, প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ শতাংশ।