চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেব্রুয়ারিতে ইটালি সফর করবেন প্রধানমন্ত্রী

ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে ইটালির রোমে যাওয়ার কথা রয়েছে।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা, সামরিক সহযোগিতা ও জ্বালানি খাতসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

এই সফরে ফরেন অফিস কনসালটেশন, উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমি সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সহযোগিতাসহ অন্যান্য চুক্তি সাক্ষরের সম্ভাবনা রয়েছে।

ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন: ইউরোপ আমাদের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশীদার বাংলাদেশ।

গত বছর লন্ডন সফরে গিয়ে প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্পর্ক উন্নয়নে আরও কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া বিভিন্ন কারণে ইউরোপের মধ্যে ইটালির গুরুত্ব অন্যতম এবং এর মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দিতে সরকার আগ্রহী বলেও তিনি জানান।