চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রথম সপ্তাহে ৭ কোটি আয় ‘টেনেট’র, প্রযোজকরা হতাশ

৪ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’। প্রথম সপ্তাহে মাত্র ৭ কোটি রুপি আয় করেছে ছবিটি।

আগস্টে ইংল্যান্ডে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিকে দর্শকের ভিড় থাকলেও এক সপ্তাহ পরেই ভিড় কমে যায়। এরপর আমেরিকা, অস্ট্রেলিয়া, চীনে মুক্তি দিয়েও সাফল্য মেলেনি। প্রযোজকরা ভারতের দর্শকদের নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু ভারতের দর্শকদেরও হলে টানতে পারছে না ‘টেনেট।’

নোলানের ছবি নির্দিষ্ট দর্শকের জন্য, এমনটাই মনে করা হয়। করোনাভাইরাসের কারণে অনেকেই হলে গিয়ে সিনেমা দেখাটাকে নিরাপদ মনে করছেন না, এটাও একটি কারণ হতে পারে দর্শক কম হওয়ার। প্রযোজকরা এখন দ্বিতীয় সপ্তাহের আয়ের আশায় আছেন।

‘টেনেট’ অ্যাকশন-থ্রিলার এবং স্পাই-ফাই চলচ্চিত্র। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। তার সহযোগী চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া। কইমই