চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথম দিনেই দর্শক মাতালো ই-থ্রি

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তিন দিনের ইলেকট্রনিক বিনোদন ও ভার্চুয়াল গেম প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বের সেরা ইলেকট্রনিক ও কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি মাইক্রোসফট, সনি এবং ওকুলুস রিফটসহ বিভিন্ন কোম্পানির অংশগ্রহণে ই-থ্রি প্রথম দিনই দর্শকদের মন জয় করে।

ভার্চুয়াল খেলায় হাতের কোনো ব্যবহার নেই, রয়েছে চোখের ব্যবহার, বলা চলে দৃষ্টি নিয়ন্ত্রিত খেলা। এই খেলায় সনি এনেছে মরফিউস হেডসেট, মাইক্রোসফট দিয়েছে হোলোলেন্স এবং ফেইসবুক থেকে এসেছে ওকুলুস হেডসেট।

মাইক্রোসফটের ‘হ্যালো ফাইভ’, অ্যাক্টিভিশনের ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপ্স থ্রি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বৃহত্তম এই ইলেকট্রনিক বিনোদন এবং গেম প্রদর্শনী চলছে লস অ্যাঞ্জেলেসের কনভেনশন সেন্টারে।