চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথমবারের মতো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

তিন বা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে হারলো ৩-০ ব্যবধানে। তৃতীয় ও শেষ ম্যাচে হোল্ডারদের হার ১৯ রানে।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে ৩৬ ওভারে নামিয়ে আনা হয়। ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০৬ রান সংগ্রহ করে। স্বাগতিকদের ইনিংসের ৩২.৩ ওভারের মাথায় আবারো বৃষ্টি নামলে বল মাঠে গড়ানোর কোনো উপায় ছিল না। সে সময় ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করেছিলো শ্রীলঙ্কা। ফলে, ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় পায় লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের টপঅর্ডার আর মিডল অর্ডাররা চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। ওপেনার চার্লস ৪, ফ্লেচার ৬, ব্লাকউড ২, ড্যারেন ব্রাভো ৪, দিনেশ রামদিন ৪, জোনাথন কার্টার ৬ রান করে বিদায় নেন।

তবে একাই বুক চিতিয়ে লড়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম শতক তুলে নেন মারলন স্যামুয়েলস। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি ১১০ রান করে অপরাজিত থাকেন। তার হার না মানা ৯৫ বলের ইনিংসে ছিল ১৫টি চার আর একটি ছক্কা। মাঝে দলপতি জ্যাসন হোল্ডার ১৯ আর ব্রাথওয়েট ১৮ রান করলে দু’শো ছাড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর।

লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মালিঙ্গা, লাকমল, চামিরা আর অজন্তা মেন্ডিস। ম্যাথুজ একটি উইকেট পেলেও উইকেটশূন্য থাকেন শ্রীবর্ধনে।

৩২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলতে শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরা খেলেন ৫০ রানের ইনিংস। আরেক ওপেনার দিলশানের ব্যাট থেকে আসে ২১ রান। তিন নম্বরে নেমে ২১ রান করেন থিরিমান্নে। ২৩ রান করে বিদায় নেন চান্দিমাল। শ্রীবর্ধানে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন। ২৭ রানে অপরাজিত থাকেন দলপতি ম্যাথুজ এবং ১১ রানে অপরাজিত থাকেন শিহান জয়সুরিয়া।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন স্যামুয়েলস আর সিরিজ সেরা হন কুশল পেরেরা।