চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসিম (৪২) টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের পীর মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কয়েকটি ডাকাতদল রয়েছে। এসব ডাকাতদলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। মাঝে মধ্যে বিবাদমান এসব ডাকাতদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতো।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাড়ির সামনে স্থানীয়দের সঙ্গে কথা বলছিল মোহাম্মদ হাসিম। এসময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের একটি দল এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে ক্যাম্পের ভেতরে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, নিহত হাসিম একজন চিহ্নিত ডাকাত। তার নামে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি।