চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে যশোরে মাছ চাষে বিপর্যয়

প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টিতে যশোরের মাছ চাষে বিপর্যয় নেমে এসেছে। পানির অভাবে রেণু পোনা ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে যশোরের চাঁচড়া হ্যাচারিপল্লীতে। বন্ধ রয়েছে বেচাকেনা। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন হ্যাচারি মালিকরা।

দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেণু পোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া হ্যাচারিপল্লীর ৮২টি হ্যাচারিতে গত বছর প্রায় দু’লাখ ৬০ হাজার কেজি রেণু উৎপন্ন হয়। চৈত্র থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম। গত চারদিন ধরে তাপমাত্রার দেশের সর্বোচ্চ রেকর্ড হয়েছে যশোরে। এতে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে মাছ চাষে। রেণু পোনা ও চারা মাছ উৎপাদন নেমে এসেছে অর্ধেকে।

বৈরি জলবায়ু পরিস্থিতি মোকাবিলার মতো কোনো কৌশল ও প্রযুক্তিও হাতে নেই চাষী ও হ্যাচারি মালিকদের।হ্যাচারি মালিকরা জানান, এ ধরনের বৈরি আবহাওয়া আরও কয়েকদিন থাকলে মাছ উৎপাদনে বড় ধরণের বিপর্যয় নেমে আসবে।

বিস্তারিত দেখুন যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্টে: