চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬ গাছ কাটতে মন্ত্রিসভার অনুমোদন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের গাছ কাটা ও অপসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিতাস গ্যাসকে তিন কিলোমিটার জায়গায় ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দেয়া হয়েছে। এর বিপরীতে তিতাস গ্যাস কোম্পানি দ্বিগুণ পরিমাণ গাছ রোপন করবে।

মন্ত্রিসভার ওই নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন ২০১৬ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সংশোধন আইন অনুযায়ী যদি কোন সদস্য ৬ বছর আনসার বাহিনীতে কর্মরত থাকেন তবে বাহিনীতে তিনি স্থায়ী হওয়ার যোগ্য হবেন।

মন্ত্রিসভার বৈঠকে ২০১৬ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়।

পরে নিকারের বৈঠকে কুমিল্লায় লালমাই উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম ইন্দুরকানি পুনর্বহালের সিদ্ধান্তও হয়েছে।

এছাড়া চট্টগ্রামের দোহাজারি ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়েছে নিকারের বৈঠকে।