চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্যারাডাইস পেপারসে ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর নাম

বিশ্বের বিভিন্ন দেশের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন সম্পদের খবর ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া নতুন তথ্যভাণ্ডার বা ডাটাবেজ  প্যারাডাইস পেপারসের  কিছু তথ্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পকে।

ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী উইলবার রসের এমন একটি কোম্পানিতে শেয়ার আছে, যার সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে বলে প্যারাডাইস পেপারসের তথ্যে উঠে এসেছে।

ওই কোম্পানিতে দুইজন ব্যক্তি আছেন, যারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে।

বিবিসি জানায়, উইলবার রসের ‘নেভিগেটর হোল্ডিংস’ নামে একটি শিপিং কোম্পানিতে মালিকানায় অংশীদারিত্ব রয়েছে, যা রুশ জ্বালানি কোম্পানি সিবুর-এর জন্য তেল ও গ্যাস পরিবহন করে লাখ লাখ ডলার আয় করে থাকে।

সিবুর-এর মালিকের মধ্যে দু’জন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। তবে প্রতিষ্ঠানটির একজন মালিক ভ্লাদিমির পুতিনের মেয়ের জামাই। যদিও তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা নেই।

বিবিসির একজন সংবাদদাতা বলছেন, রস অন্যায় কিছু করেন নি, তবে এই তথ্য প্রকাশ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে।

প্যারাডাইস পেপারস বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যভাণ্ডার বা  ডাটাবেজ, যে প্রতিষ্ঠানগুলোর মালিক পৃথিবীর ১৮০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা।

১ কোটি ৩৪ লাখ গোপন নথির সমন্বয়ে গঠিত এই ডাটাবেজে রয়েছে ১৪শ’ গিগাবাইটেরও বেশি ডাটা।

আর সেই ১৮০ দেশের তালিকায় ভারতের অবস্থান ১৯তম। এতে ৭১৪ ভারতীয়র নাম রয়েছে। এদের মধ্যে আছেন দেশটির মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী, বলিউড তারকাসহ বহু প্রভাবশালী ব্যক্তি।