চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পোল্ট্রি ও মৎস্য পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার

পোল্ট্রি শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে মৎস্য ও গবাদি পশুর খাদ্য উৎপাদনে ব্যববহৃত পণ্য আমদানিতেও অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আমদানিকৃত ড্রেজার, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি, গবাদি পশুর প্রতিষ্ঠান, অ্যানিমেল হেলথ কোম্পানি, পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি ও মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক সকল পণ্য, সয়াবিন মিল, কর্ন গ্লুটিন মিল, রেপসীড এক্সট্রাকশনসহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।