চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পোকার আক্রমণে দিশেহারা টাঙ্গাইলের সরিষা চাষীরা

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় কাটুই পোকার আক্রমণে সরিষা আবাদে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। পোকাগুলো রাতে গাছের শেকড় কেটে দেয়ায় গাছ মরে যাচ্ছে।

এ সমস্যা প্রতি বছর হলেও এবার পরিস্থিতি অনেকটাই প্রতিকূলে। কীটনাশকসহ নানা ওষুধ প্রয়োগ করেও এটি বন্ধ করা যাচ্ছে না বলে জানান কৃষক।

চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪৭ হাজার ১২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৪৫ হাজার ৬০০ হেক্টর জমিতে। এবার আবাদি জমির পরিমাণ বাড়লেও কাটুই পোকার আক্রমণে দিশেহারা চাষীরা।

জেলার বাসাইল উপজেলার রাসড়া, কাঞ্চনপুর, যৌতুকী, জিগাতলিসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমির সরিষা ক্ষেত ফাঁকা পড়ে আছে। একাধিকবার বীজ রোপন করেও কোন ফল পাচ্ছেন না কৃষক।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার সরিষায় কাটুই পোকা নিরাময়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন।

ভোজ্য তেল আবাদে এমনিতেই কৃষকের খরচ বেড়ে গেছে। অপরদিকে ফলন বিপর্যয়ের কারণে কৃষক আরও ক্ষতি মুখে পড়ল। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের সব ধরনের পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।