চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পেরুর কুখ্যাত ‘শয়তানের বাঁক’ থেকে বাস খাদে, নিহত প্রায় অর্ধশতাধিক

পেরুর পাসামায়োতে যাত্রীবাহী বাস ৩৩০ ফিট উপর থেকে খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। পাহাড়ী রাস্তার উপর থেকে বাসটি পেরুর একটি সমুদ্র সৈকতের পাশে আছরে পড়ে।

দেশটির পরিবহণ প্রধান জানান, ৫০ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নিচের সমুদ্র সৈকতে পড়ে যায়। হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ তদারকি করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।

সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো  হয়, ছয়জনকে গুরুতর আহত আবস্থায় বাসটির ভেতর থেকে টেনে বের করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পেরুর রাজধানী লিমার উত্তরে পায়ামাসোর কার্ভা ডেল ডায়াব্লোতে (শয়তানের বাঁক) এই দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরের পাশে এই রাস্তাটিই পেরুর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা।

এই দুর্ঘটনা পুরো দেশের জন্যই শোকের বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।