চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পুলিশ কর্মকর্তার মানসিক প্রশান্তির কেন্দ্রবিন্দু কৃষি খামার

আবাসিক প্লটে কৃষি খামার গড়ে তুলেছেন পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের খান। রাজধানীর তিন’শ ফিট ও পূর্বাচল এলাকায় দুই খণ্ড জমিতে বিভিন্ন ফল ফসল আবাদ করছেন তিনি।

পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তার মানসিক প্রশান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই কৃষি খামার।

পুলিশের উপমহাপরিদর্শক মঞ্জুর কাদের খানের কৃষির প্রতি ভালোবাসা অনেক আগে থেকেই। চাকরি সূত্রে যেখানেই যান সেখানেই তিনি খুঁজে ফেরেন নিত্য নতুন ফসল ফসলের চারা ও বীজ। তিনশ’ ফিট-এ পুলিশ অফিসার্স আবাসিক এলাকায় প্লট বরাদ্দ পেয়ে এই পরিসরেই নিয়েছেন কৃষি উদ্যোগ।

এরই মধ্যে ফল ফসলের সমারোহ হিসেবে গড়ে উঠেছে তার এই এক চিলতে খামার।

এর থেকে সামান্য দূরে পূর্বাচল আবাসিক প্রকল্পে আরেক খণ্ড প্লটেও মঞ্জুর কাদের গড়ে তুলেছেন সমৃদ্ধ এক বাগান। এখানে রয়েছে বিভিন্ন জাতের আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কলা, আনারসসহ দেশি বিদেশি নানা ফল গাছের সংগ্রহ।

মঞ্জুর কাদের বিশ্বাস বলছেন, কৃষি উদ্যোগ এখন যে কারো জন্য অত্যন্ত সহজ একটি কাজ। শুধু প্রয়োজন নিজের আন্তরিকতা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: