চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুলিশের গুলিতে যুবক নিহত, শিশু-নারী গুলিবিদ্ধ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় আসামী গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নোমান নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ নারী আমিরন(৫৫) ও শিশু নিরবের(১২) অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাদাপোশাকের পুলিশ মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেফতারের পর তাকে বেদম মারধর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে গ্রেফতারকৃত মিজানকে পুলিশ জনতা বাজারের পার্শ্ববর্তী অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে মিজানকে ছাড়িয়ে আনতে স্থানীয়রা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ-জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে বেলাল জমাদারের ছেলে নোমান(১৮) ঘটনাস্থলেই নিহত হয়। 

পুলিশের গুলিতে আমিরন, নিরব গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা এলাকার রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। 

ভোলা এএসপি সদর সার্কেল মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ভোলার রাজাপুর জনতা বাজার ক্যাম্পে দরজা জানালা ভেঙ্গে স্থানীয় লোকজন অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। তখন পুলিশ গুলি ছুঁড়ে। একজন নিহত হওয়ার বিষয়ে তিনি শুনেছেন বলে জানান।