চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিতার ম্যুরালের সামনে আবেগাপ্লুত শেখ হাসিনা ও শেখ রেহানা

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় তোষাখানা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা।

জাদুঘরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানার আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তটি ক্যামেরায় বন্দী করা হয়। দুই বোনের সেই ছবিগুলো মুহূর্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী তার ছোট বোন রেহানাকে স্নেহের আদর মেখে দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা আমাদের শিখিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে পাওয়া উপহার রাষ্ট্রের।’

পিতার ম্যুরালের সামনে দুই বোন
তোষাখানা জাদুঘর উদ্বোধন শেষে  ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রীসহ অন্যরা ।
রাষ্ট্রীয় সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তোষাখানা জাদুঘরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি সম্মাননা সংরক্ষণ করা হবে।