চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাহাড়ের দুর্গত এলাকায় যাচ্ছে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধিদল

পাহাড় ধসে হতাহত ব্যক্তিদের সমবেদনা জানাতে ও ক্ষয়ক্ষতি দেখতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বুধবার রাঙামাটি যাচ্ছে। এই দলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন।

আওয়ামী লীগ সূত্র বলেছে, দলের নেতারা সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাঙামাটি যাবেন। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেনাপ্রধানের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেন।

আগামীকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সচিবও পাহাড়ের দূর্গত এলাকায় যাবেন বলে সূত্র বলছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত গত দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। রাঙ্গামাটি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত চার সেনা সদস্য সহ ১৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।