চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাহাড়ি ঢলে দিশেহারা কিশোরগঞ্জের কৃষক

বোরো ধান পাকার আগ মুহুর্তে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওরের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিদিন হাওরের বাঁধ ভেঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

কিশোরগঞ্জের হাওরে অকাল বন্যায় ধান কাটার ঠিক আগের মুহুর্তে তলিয়ে গেছে আধা পাকা ধান। বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে নতুন নতুন এলাকায়। গত এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি, করিমগঞ্জ, বাজিতপুর ও ভৈরবে অন্তত ৩০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে পানিতে। প্রবল বেগে পাহাড়ি ঢল নামায় ভেঙ্গে পড়েছে ফসল রক্ষা বাঁধ।

অনেকে পানির নীচে তলিয়ে থাকা ধান কেটে খাওয়াচ্ছেন গবাদি পশুকে। এবার জেলার ১৩ উপজেলায় এক লাখ ৬৫ হাজার নয়শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এরমধ্যে প্রায় ২৩ হাজার হেক্টরের ধান সর্ম্পূণ নষ্ট হয়ে গেছে।

হাওরের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা ও আগাম বন্যার হাত থেকে ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ পুন:নির্মানের দাবি জানিয়েছেন কৃষক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে: