চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে ৩ জেলায় হরতাল

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ৫টি বাঙালি সংগঠন।

হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌ-পথেও কোনো নৌযান চলাচল করছে না। সকল দোকানপাট বন্ধ রয়েছে।

বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্নস্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা।

এদিকে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের ৫টি বাঙালি সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পাশাপাশি এ হরতালের ডাক দেয়। 

সংগঠনগুলোর মধ্যে রয়েছে, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।