চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পারিশ্রমিক বাড়াতে কার্পণ্য করবে না বিসিবি

জাতীয় দল ও দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের ১১ দফা দাবির অন্যতম ছিল পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা বাড়ানো। সবার আগে এই দাবিটিই পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই-তিন দিনের মধ্যেই পারিশ্রমিক ও আনুষঙ্গিক সুবিধাদি বাড়ানো হবে এবং সেটি বড় অঙ্কের।

‘আমরা আগেই বলেছিলাম প্রায় সব দাবিই মেনে নেয়া সম্ভব। এরমধ্যে বড় যে বিষয়টি বাকি ছিল সেটা হচ্ছে খেলোয়াড়দের কিছু সুযোগ-সুবিধা বাড়ানো। এরমধ্যে পারিশ্রমিক ছিল, ভাতার ব্যাপার ছিল এবং খেলার ফ্যাসিলিটিজ। আমরা ওদেরকে বলেছি আগে কত ছিল (বেতন-ভাতা) এখন কোথায় এসেছে। ওরা যেটা বলেছে, এ ব্যাপারে কোনো কার্পণ্য করব না।’

‘এটা সিগনিফিকেন্টলি আরও উন্নত করা যায় কিনা সেটা আমরা দেখেছি। আশা করছি আমরা ২-৩ দিনের মধ্যে চূড়ান্ত করতে পারব। আমরা ওদের সঙ্গে যোগাযোগ রাখব এবং এটা বাড়িয়ে দেবো।’

‘মাঠের সুযোগ-সুবিধা সেটা তো আমরা একদিনে করতে পারব না। আমরা অবকাঠামোগত উন্নয়ন শুরু করেছিলাম। এক জায়গায় করে তারপর আরেক জায়গায় এভাবে করছিলাম। এখন আমরা ঘোষণা দিয়েছি একসাথে সব জায়গায় অবকাঠোগত উন্নয়ন করব। বেশি সময় যাতে না লাগে।’