চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাবনায় একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া

সারা দেশের মতো পাবনাতেও একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইছে। সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। জেলার ৫টি আসনেই তৃতীয়বারের মতো বিজয় ধরে রাখতে আশাবাদী আওয়ামী লীগ। আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি।

১শ’ ৯০ বছরের পুরনো জেলা পাবনা। প্রায় ২৮ লাখ মানুষের জেলায় সংসদীয় আসন ৫টি। মোট ভোটার ১৮ লাখ ৭৮ হাজার ৩শ’ ৩৫জন। পর পর দুটি নির্বাচনে ৫টি আসনই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। আওয়ামী লীগ মনে করছে, একাদশ নির্বাচনেও তারা সবকটি আসনে বিজয়ী হবে।

১৯৯১ এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপি ও জামায়াতের দখলে থাকে পাবনার ৫টি আসন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হারানো ৫টি আসন পুনরুদ্ধার হবে বলে মনে করছে বিএনপি।

জাতীয় পার্টি আশা করছে, অতীতের উন্নয়ন কাজের কারণে পাবনার সবকটি আসন পাবে তারা। তবে ভোটারদের দাবি, দলগুলো যাতে সৎ এবং যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: