চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানে পোলিও সেন্টারে বোমা হামলায় ১৩ পুলিশ নিহত

পাকিস্তানের কোয়েটায় একটি পোলিও সেন্টারে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো অন্তত ১০ জন।

ডন নিউজ জানায়, নিহতদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য। অন্যজন পোলিও কাজের সঙ্গে যুক্ত একজন অফিসার। হামলা দায় এখনো কেউ স্বীকার করেনি।

১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে এটি আত্মঘাতী হামলা ছিলো বলে জানিয়েছেন বেলুচিস্তানের রাজ্যের স্বরাষ্টমন্ত্রী মীর সরফরাজ বুগতি। বেলুচিস্তানে শাস্তি নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে বুগতি বলেন, ‘আমরা সন্ত্রাসের কাছে নত হবো না।’

কোয়েটা পুলিশের ডিআইজি সাঈদ ইমতিয়াজ জানানা, হামলায় ৭-৮ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। আর এতে যাদের জীবন গেছে তারা প্রায় সবাই পুলিশের সদস্য। এই পুলিশ সদস্যরা পোলিও কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা দিচ্ছিলো।

আহতের কোয়েটা হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। হাতপাতালের সিনিয়র চিকিৎক ড. রশিদ জামিল জানান, আহত পাঁচজনের অবস্থা সংকটজনক। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, বিস্ফোরণের পর তারা গুলির শব্দ শুনেছেন। এসময় হাসপাতাল বারান্দার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জাহেরি।