চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানে ঘূর্ণিঝড়ে ৪৫ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুইশ’ জন। পেশোয়ারে ঘূর্ণিঝড়কবলিত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী।

ঘূর্ণিঝড়ের কারণে সেখানে বাড়িঘর এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছপালা মাটি থেকে উপড়ে পড়েছে।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের প্রধান মুশতাক শাহ্ বলেন, পাকিস্তানের ওই অঞ্চলে এ ধরনের ভয়াবহ ঘূর্ণিঝড় এবারই প্রথম। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭৫ মাইল।

পেশোয়ারের জেলা কর্মকর্তা রিয়াজ মেহসুদ বলেন, ঝড়ের সময় ভারি বর্ষণ এবং বাতাসের প্রচণ্ডড বেগের কারণে বিদ্যুৎ সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরোই ভেঙ্গে গেছে অবকাঠামো। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে নেপালে সহযোগিতায় পাঠানোর জন্য প্রস্তুত সেনাবাহিনীর দুটি ফ্লাইটকে প্রত্যাহার করে পেশোয়ারের দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।