চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রখ্যাত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর মারা গেছেন

প্রখ্যাত মানবাধিকার কর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর রোববার পাকিস্তানের লাহোরে  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৬৬ বছর বয়সী জাহাঙ্গীর পাকিস্তানের মানবাধিকার আইনজীবী ছিলেন এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী পাকিস্তানের প্রথম নারী ছিলেন।

তিনি পরিচিত ছিলেন নারী অধিকার, সংখ্যালঘু ও মানবাধিকার কর্মী হিসেবে। তিনি একই সাথে জাতিসংঘের মানবাধিকার শুভেচ্ছা দূতও ছিলেন। এছাড়াও তিনি  বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় আইন ও আইন বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।