চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে খুনির বদলে আমিরের ছবি প্রচার!

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে খুনের এক অভিযুক্তের ছবির বদলে বলিউড তারকা আমির খানের ছবি বসিয়ে খবর সম্প্রচার করা হয়েছে।

নামের বিভ্রান্তির কারণেই এমন ভুল হয়েছে বলে দাবি করেছে নিউজ-ভিত্তিক ওই টিভি চ্যানেলটি। কারণ খুনি এমকিউএম নেতা আমির খান। গ্রাফিক্সটি যিনি বানিয়েছেন তিনি গুগলে ছবি সার্চ করে, অভিনেতা আমির খানের ছবি বসিয়ে দিয়েছেন।

ভুল বুঝতে পেরে পরে সেই ছবি সরিয়ে নেয়া হয়। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায় এবং ট্রল হওয়া শুরু হয়।

লকডাউনের আগে আমির খান ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ছবিটি এবছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিং পিছিয়ে যাওয়ায় ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।