চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাঁচ বছর বয়সেই তছনছ হয়ে গেল ওর মনোজগত

দিনাজপুরে পাঁচ বছরের কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় বইছে সারাদেশ জুড়েই।

গুরুতর আহত অবস্থায় পূজাতে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার দায়ভারও নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে সে কতটা সুস্থ হয়ে উঠবে? সেই বিষয় নিয়েই এবার এই বিষয় নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন নারী বিষয়ক ওয়েবপোর্টাল ওমেনচ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, পূজাকে আনা হয়েছে চিকিৎসার জন্য। সঠিক যত্ন পেলে ও হয়তো সেরে উঠবে, কিন্তু প্রয়োজন হবে দীর্ঘমেয়াদি মানসিক চিকিৎসার। যা আমাদের দেশে একেবারেই নেই। পাঁচ বছর বয়সেই তছনছ হয়ে গেল ওর মনোজগত। এই সমাজে ও বেঁচে থাকবে ঠিকই, কিন্তু মানসিক অসংখ্য প্রতিবন্ধকতা তার চারপাশ ঘিরে থাকবে। ওকে যদি একটা নতুন জীবন দেয়া যেতো! জানি না সেটা সম্ভব হবে কীনা!

supriti২৪ অক্টোবর ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে ডিবি। এই বিষয়ে সুপ্রীতি ধর লিখেছেন, দ্বিতীয়ত, ওই ধর্ষক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনজীবী বন্ধুরা এগিয়ে এলে হয়তো কাজটা সহজ হয়ে যাবে।