চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাঁচ ওয়ানডে খেলতে আসছে প্রোটিয়া ইমার্জিং নারী দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।

সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল মাঠে গড়াবে ম্যাচগুলো। রাখা হয়নি দিবা-রাত্রির ম্যাচ। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশে এসে দুই সপ্তাহের ব্যবধানে তিনবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে প্রোটিয়া মেয়েদের। বিসিবির ওমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘সফরকারী দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও খেলবে। পাশাপাশি নতুন কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ পাব আমরা।’

বিদেশি দলের বিপক্ষে খেলার সূচি থাকায় বাংলাদেশ গেমসে এগিয়ে আনা হচ্ছে মেয়েদের ক্রিকেট। তৌহিদ মাহমুদ বললেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সম্মত হয়েছে। তাই আমরা ১ এপ্রিলের আগেই তিন বা চারটি দল নিয়ে সিলেটে বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট পরিচালনা করব।’

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়ে আগামী ১ এপ্রিল শুরু হবে দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। মেয়েদের ক্রিকেট ছাড়াও আরও কয়েকটি ইভেন্ট আগেভাগে শুরু হয়ে যাবে।

সিলেটে মেয়েদের জাতীয় দল ও ইমার্জিং দলের একমাসের ক্যাম্প শেষ হবে আগামীকাল। এরপর কয়েকদিন ছুটি কাটিয়ে টি-টুয়েন্টি সংস্করণের বাংলাদেশ গেমসের প্রস্তুতি শুরু করবেন সালমা-জাহানারা-রুমানারা।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টাও চলছে। জুলাইয়ে শ্রীলঙ্কায় ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে শ্রীলঙ্কার মাটিতেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী বিসিবি।