চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরাজয়ের পরও অবৈধভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও অবৈধ পথ অবলম্বন করে ক্ষমতায় আকঁড়ে থাকতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে নির্বাচনে পরাজয়ের পর ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের কয়েক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউস থেকে একটি লিখিত খসড়া নির্বাহী আদেশ দেয়া হয়েছিল, যেখানে শীর্ষ সামরিক নেতাদের ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

শুক্রবার ন্যাশনাল আর্কাইভ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

ন্যাশনাল আর্কাইভ দ্বারা প্রকাশিত এবং পলিটিকো থেকে পাওয়া নথি অনুযায়ী, জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বেছে না নেয়া এবং ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় আঁকড়ে থাকতে ট্রাম্প এক ধরনের চরম পদক্ষেপ নিতে চেয়েছিলেন।

ট্রাম্পের ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার আদেশটি অনুমোদিত হওয়ার কথা থাকলেও সেটি কখনও সাক্ষরিত হয়নি।