চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরবর্তী সাকিবদের খুঁজে অানাই রফিকের লক্ষ্য

নতুন মিশনে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। বিসিবি’র হাইপারফরম্যান্স টিমের বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে রফিক জানিয়েছেন, দেশীয় কোচের অধীনেই ভালো কিছু করা সম্ভব এবং চাইবো এখান থেকে পরবর্তী সাকিব, সাকলাইনরা বের হয়ে আসে।

হাইপারফরম্যান্স ইউনিটের প্রশিক্ষণের পাশাপাশি ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল।

এক সময়ের স্পিন নির্ভর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ রফিক। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএলে বোলিং কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। এবার বিসিবি’র হাইপারফরম্যান্স টিমের একদল তরুণের স্পিন কোচের ভূমিকায় তিনি।

প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ও টেস্টে ১০০ উইকেট শিকারি রফিকের টার্গেট নতুন সাকিবদের বের করে আনা।

রফিক বলেন, বাংলাদেশের স্পিনারের সমস্যা, এখানে আমাকে যখন কাজে লাগানো হয়েছে তাই চাইবো এখান থেকে পরবর্তী সাকিব, সাকলাইনরা বের হয়ে আসে।

স্থানীয় কোচের কাছেই ভালোভাবে শেখা সম্ভব বলে মনে করেন মোহাম্মদ রফিক। তিনি বলেন, বিদেশীদের চেয়ে দেশীয় কোচরা ভাল হবে। কারণ আমরা খেলোয়াড়দের ভালোভাবে বোঝাতে পারবো।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলেও চলছে জোর প্রস্তুতি। কিছুদিন বিরতি থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা আন্তর্জাতিক সিরিজগুলোতে কাজে আসবে বলে মনে করছেন রিয়াদ।