চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পনেরো মিনিটের সাক্ষাতে দশ মিনিটই কান্না

‘নিখোঁজ’ হওয়ার ৬৮ দিন পর প্রথম সাক্ষাতের জন্য নির্ধারিত ১৫ মিনিট সময়ের মধ্যে ১০ মিনিটই একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদেছেন সালাহ উদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদ।

সোমবার ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে স্বামী ও স্ত্রীর আবেগঘন সাক্ষাত হয়। সেসময় আশেপাশে উপস্থিত অন্যদের চোখও ভিজে ওঠে।

এতোদিন পর হাসপাতালের কেবিনে প্রথম সাক্ষাত হয় তাদের। এজন্য সময় বরাদ্দ ছিলো ১৫ মিনিট। সাক্ষাতের প্রথম সময়টাতে তারা কোনো কথাই বলতে পারেননি। শুধুই কেঁদেছেন। ১০ মিনিট পর দু’জন কিছুটা স্বাভাবিক হলে সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীর কাছে তাদের সন্তানদের খবর জানতে চান।

এরপর জানতে চান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। হাসিনা আহমেদ স্বামীকে সবকিছু অবহিত করেন।

চিকিৎসাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ভারত সরকারের প্রতি ‘অসীম কৃতজ্ঞতা’ প্রকাশ করেন বিএনপির সাবেক এ প্রতিমন্ত্রী। পাশাপাশি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার জন্য দোয়া করায়। গণমাধ্যমকেও ধন্যবাদ জানান সালাহ উদ্দিন।

স্বামীর সঙ্গে দেখা করে হাসিনা আহমেদ জানান, তিনি আগামীকালও দেখা করার চেষ্টা করবেন। আইনজীবীর সঙ্গে আলোচনা করে তৃতীয় কোনো দেশে নেওয়ার বিষয়ে কথা বলবেন।

১১ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।