চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদ্মা সেতু: ষড়যন্ত্রে জড়িতদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্ট একটি রুলের শুনানিতে এই আদেশ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।

এই আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করতে বলা হয়েছে সরকারকে। আর কমিশন গঠনের দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চেয়ে ২০১৭ সালে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত শনিবার মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় দেশের সর্ববৃহৎ এই সেতু।