চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনার অভয়াশ্রমে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ

জাটকা নিধন প্রতিরোধে পয়লা মার্চ থেকে টানা দু’মাস চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত একশ’ কিলোমিটার পদ্মা-মেঘনার অভয়াশ্রমে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে জেলেদের পুনর্বাসনে খাদ্য সহায়তা হিসেবে মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।

এদিকে চাঁদপুরে পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ। জেলেরা ডাঙ্গায় তুলে রেখেছেন তাদের জাল ও নৌকা। এ সময়ে চাঁদপুরের ৫১ হাজার জেলে পরিবারের পুনর্বাসনে মাসে ৪০ কেজি করে চার মাসের জন্য আট হাজার ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে বিতরণও।

জেলেদের অভিযোগ, তাদের নির্ধারিত হারে চাল বিতরণ করা হচ্ছে না। জেলা মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়, অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে সব প্রস্তুতি নেয়া হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ অভিযান চলাকালে জেলেরা যাতে বরাদ্দ করা চাল সঠিকভাবে পেতে পারেন তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-