চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: ১ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের পদ্মায় স্পীডবোট দুর্ঘটনার ঘটনায় বৃহস্পতিবার সকালে বাকেলা বেগম (৪১) নামের এক নারীর লাশ উদ্ধার হয়েছে। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার এ রউফ শিকদারের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের ৩শ’ মিটার দূরে পদ্মার চরে তার লাশ ভেসে উঠে।

এ ঘটনায় আহত লাবিব হালদার (১০) বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে মারা গেছে। লাবিব শরিয়তপুর জেলার ফুটিকঝুড়ি এলাকার জয়নাল হালদারের পুত্র।

এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রযেছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার (১২)। তাহমিনার খোঁজে এখনও ফায়ার সার্ভিস ও নৌপুলিশের উদ্ধার কার্য অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুর্ঘটনাস্থল এবং আশপাশে তল্লাশি চালাচ্ছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান,  বুধবার বেলা পৌনে ৩টার দিকে মাঝিকান্দিগামী স্পীডবোট লৌহজং টার্নিংয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। সরু এই চ্যানেলে এ সময় স্পিীডবোট যাত্রীরা লাফিয়ে চরে নেমে পড়ে। এসময় লাবিব আহত হয় এবং তাহমিনা নিখোঁজ হয়।।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত স্পীডবোটটি চিহ্নিত করার চেষ্টা চলছে। স্পীডবোটটি নিয়ম কানুন না মেনে ঝুঁকিপূর্ণ চলাচল ও অতিরিক্ত যাত্রী বহন করছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌ রুটে তাই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।