চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘পদত্যাগই সম্মানের’

বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে অর্থ জালিয়াতির ঘটনায় পদত্যাগ করেছেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অবশ্য এর আগে থেকেই ওই ঘটনায় দেশের স্বার্থে সম্মানের সঙ্গে নিজ থেকে পদত্যাগ করার কথা বলেছেন তিনি।

গভর্নরের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন অঙ্গনে। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল

ওই পোস্টে শাকিল লিখেছেন:

‘আন্তরিকভাবে দুঃখিত জনাব আতিউর রহমান। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সাথে হেঁটেছেন আপনি। রাষ্ট্রীয় ব্যাংককে নিয়ে গিয়েছিলেন গরীব মানুষের দুয়ারে।

প্রতিষ্ঠানের প্রধান হিসাবে হ্যাকিং এর মাধ্যমে বিদেশে অর্থপাচারের দায়ভার আপনি এড়াতে পারেন না। পদত্যাগই আপনার জন্য সম্মানজনক পশ্চাদপসারণের পথ। এটি আমার একান্তই ব্যক্তিগত মত।

তারপরেও আপনাকে শ্রদ্ধা করবো রাখাল বালক থেকে এক দীর্ঘ পথ পাড়ি দেয়া জীবন সংগ্রামী হিসাবে।

আমাদের জাতীয় সংস্কৃতির নেতিবাচক বৈশিষ্ট্য হচ্ছে, কেউ বিপদে পড়লে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, তার সবকিছুকেই মন্দ রঙে আঁকা। এ কাজটি করতে বিশেষভাবে পটু তারাই যারা সেই লোকটির কাছ থেকে সুবিধাভোগী। আমরা সবাই কমবেশি এই অভিজ্ঞতার ভিতর দিয়েই এসেছি। মেনে নিয়েই চলতে হয়।

ভালো থাকবেন। ছোটবেলা থেকে যে আত্মবিশ্বাস আপনাকে এখানে নিয়ে এসেছিল সেই আত্নবিশ্বাস হারাবেন না।’