চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নবগঙ্গা নদী এখন মৃতপ্রায়

দানিয়েল সুজিত বোস: নড়াইলের নবগঙ্গা নদী এখন মৃতপ্রায়। কোথাও হারিয়েছে অস্তিত্ব, কোথাও সরু খালের মতো, আবার কোথাও মাঝ নদীতে হাঁটু পানি, কিছু এলাকায় নদীর বুকে চাষাবাদও চলছে।

অবৈধ দখলদাররা স্থাপনাও নির্মাণ করছে। এতে নদীকেন্দ্রীক ইকোসিস্টেম ও আশপাশের পরিবেশ সংকটাপন্ন হয়ে পড়ছে।

নবগঙ্গা নদী চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলা হয়ে নড়াইলে প্রবেশ করেছে। ৪০ কিলোমিটার দীর্ঘ এ নদী মধুমতি নদীতে গিয়ে মিশেছে। নড়াইলের লোহাগড়া থেকে বড়দিয়া পর্যন্ত নদীর ১২ কিলোমিটার এখন মৃতপ্রায়।

নদীর বুকে বাড়ীঘর, মাছের ঘের নির্মাণসহ নানাভাবে যেন অবৈধ দখলের প্রতিযোগিতা চলছে। এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে দখলমুক্ত করে নদী পুনঃখননের দাবি এলাকাবাসীর।

তবে, নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয়ার কথা বলছে, পানি উন্নয়ন বোর্ড। আর অবৈধ দখলদারদের উচ্ছেদে সিএস জরিপ অনুসরণ করার কথা বলছেন জেলা প্রশাসক।

তবে, শুধু আশ্বাস নয় এসব উদ্যোগ বাস্তবায়ন করে এক সময়ের খরস্রোতা নবগঙ্গা নদীকে তার হারানো যৌবন ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: