চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ন্যায্য দাম পাচ্ছে না নাটোরের আমচাষীরা

এবার আমের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না নাটোরের চাষী ও বাগান মালিকরা। অনেকের বাগানেই নষ্ট হচ্ছে আম।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নাটোরেও এবার আমের ফলন হয়েছে ভালো। বাজারগুলো ভরে উঠেছে ক্ষিরসাপাত, গোপালভোগ, আম্রপালি, ফজলিসহ নানান জাতের আমে। কিন্তু চাষী ও ব্যবসায়ীরা বলছেন, এবার বাজার মূল্য পাচ্ছেন না তারা।

মৌসুমের আগেই যারা বেশী দাম দিয়ে বাগান কিনেছিলেন সবচেয়ে বেশি লোকসান গুনতে হচ্ছে তাদের।

কৃষকরা জানান, গত বছর আমের দাম ভালো থাকলেও ফরমালিন আতঙ্ক ও ভেজাল বিরোধী অভিযানের কারণে লোকসান গুনতে হয় তাদের।

জেলায় এ বছর চার হাজার হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার মেট্রিক টন।