চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘নো ভ্যাট অন এডুকেশনের’ সংহতি সমাবেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের টিউশন ফি’র ওপর থেকে আরোপিত ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে ‘নো ভ্যাট অন এডুকেশন’। আজ রোববার বেলা ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সংহতি সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংহতি প্রকাশ করে।

বক্তারা অবিলম্বে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, এই ভ্যাট আরোপের মাধ্যমে সরকার একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। একই দেশে বসবাস করে দুই নীতি অবলম্বন করছে সরকার। কেউ ভর্তুকী দিয়ে পড়বে আর কেউ ভ্যাট দিবে; এর মাধ্যমে ইচ্ছা করে দুটি পক্ষ তৈরি করতে চাইছে। এই বিভেদ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

সমাবেশ শেষে আগামী ৬ আগষ্ট সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে থেকে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও  রাষ্ট্রপতির কার্যালয় অভিমুখে পদযাত্র এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবানও জানান বক্তারা।