চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নেদারল্যান্ডে রেল স্টেশনে সন্ত্রাসী হামলা, পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নিহত

নেদারল্যান্ডের আমস্টারডাম সেন্ট্রাল রেল স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় ২ জন আহত এবং পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে।

পুলিশ টুইটারে এ তথ্য নিশ্চিত করে জানায়, ওই ব্যক্তিসহ ছুরিকাঘাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

সিএনএন জানায়, পুলিশ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে বলে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।

ওয়াশিংটন পোস্ট জানায়, ঘটনার পর স্টেশন ফাঁকা করা হয়নি, তবে ট্রেনের চাপের কারণে দুটি প্লাটফর্ম বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলায় স্টেশন এলাকায় ট্রাম চলাচল থেমে আছে।

রাজধানী আমাস্টারডামে যাওয়া আসার জন্য সেন্ট্রাল স্টেশনটি একটি ব্যস্ততম স্টেশন। শহরের শিপন এয়ারপোর্টে যাওয়ার জন্য এখান থেকে সরাসরি ট্রেন সার্ভিস চালু রয়েছে। বিশেষ করে শুক্রবার সেখানে পর্যটকদের বেশ ভিড় থাকে।