চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর হামলায় নিহত ৩

নেদারল্যান্ডসের শহর উট্রেচে ট্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও কয়েকজন।

শহরের পশ্চিম দিকে ট্রাম স্টেশনের পাশেই এক স্কয়ার ঘিরে রেখেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখানে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছে, একজন লোক হঠাৎই এলোমেলো গুলি চালানো শুরু করে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, একটি মেয়েকে হাতে ও কাপড়ে রক্তমাখা অবস্থায় দেখেছি। পরে তাকে আমি গাড়িতে নিয়ে এলাম, সাহায্য করলাম। পরে যখন পুলিশ এলো তখন সে অজ্ঞান ছিলো।

স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে এই হামলা চালানো হয়। তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে ঘটনাস্থলে। পুলিশ আশপাশের এলাকা থেকে সবাইকে সরে যেতে বলেছে এবং স্কুলগুলোর দরজা জানালা বন্ধ রাখতে বলেছে।

পুলিশ স্থানীয় লোকজনকে জরুরি সেবার জন্য রাস্তা খালি রাখার কথাও বলেছে। ২৪ অক্টোবার প্লেইন জাংশনে’র কাছে এই ঘটনা ঘটেছে। সন্ত্রাসবিরোধী পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।