চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেতা নাকি অভিনেতা, কোন পথে সোনু সুদ?

একের পর এক মানবিক পদক্ষেপ নেয়ায় সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন ‘সুপার হিরো’। অনেকে মনে করছেন রাজনীতিতে যোগ দেবেন তিনি। বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা সোনু সুদ, এমন জল্পনা কল্পনাও শুরু হয়েছে। তবে সোনু সুদ জানিয়ে দিয়েছেন, এখনই রাজনীতিতে যোগ দেবেন না তিনি।

সোনু বলেন, ‘রাজনীতিতে যোগ দেয়ার প্রস্তাব পাচ্ছি গত দশ বছর ধরে। মানুষ আমাকে বলে, আমি ভালো নেতা হতে পারবো। কিন্তু আমি মনে করি অভিনেতা হিসেবে আমার আরও অনেক পথ পাড়ি দেয়া বাকি। এখনও অনেক কাজ করা বাকি, যেগুলো করতে চাই। রাজনীতিতে যে কোনো সময়ই যোগ দেয়া যায়। কিন্তু আমি দুই নৌকায় পা দেয়ার মানুষ না।’

তিনি আরও বলেন, ‘আমি যদি রাজনীতিতে যোগ দেই, আমার শতভাগটা দিতে চাই। আমাকে নিয়ে যেন কেউ অভিযোগ করতে না পারে, সেরকম কাজ করবো। মানুষের সমস্যার সমাধান করবো। সময় দেব। তাই আমি মনে করি এই মুহূর্তে আমি এসবের জন্য প্রস্তুত নই। এই প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু বলতেও বাধ্য নই কারও কাছে। কোন দলে আমার যোগ দেয়া উচিত সেটা নিশ্চয়ই কারও বলে দেয়ার অধিকার নেই। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব।’

বলিউডে খল চরিত্রে জনপ্রিয় হলেও বাস্তব জীবনে নায়ক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নিজে দায়িত্ব নিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। অনাহারে থাকা মানুষকে খাবার দিয়েছেন। সোনু সুদ জানান, শুধুমাত্র ভালোবাসা থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। -কইমই