চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেইমার-এমবাপে নেবেন মেসি-রোনালদোর আসন

বলছেন আর্সেন ওয়েঙ্গার

একদশক ধরে ফুটবলে নিজেদের দাপট ধরে রেখেছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের পর আর কোনো মহাকাব্যিক দ্বৈরথ দেখা যাবে কিনা এমন প্রশ্ন ওঠে প্রায়ই। আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার দ্বৈরথ নিয়ে কথা না বললেও বলেছেন মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরি বর্তমানেই উপস্থিত, তারা পিএসজির দুই তারকা নেইমার ও কাইলিয়ান এমবাপে।

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব ব্যালন ডি’অরের ট্রফির শেষ ১২টির ১১টিই নিজেদের মধ্য ভাগাভাগি করেছেন মেসি-রোনালদো। মেসির ৬, রোনালদোর ৫টি। ওয়েঙ্গারের মতে দুজনের রাজত্ব সামনে শেষ হতে চলেছে। সেখানে ভাগ বসাবেন নেইমার ও এমবাপে।

‘আমরা মেসি-রোনালদোর মতো কোনো খেলোয়াড় আগে দেখিনি, যারা যেকোনো কঠিন পরিস্থিতিতে খেলা বের করতে পারে।’ টকস্পোর্টসকে সাক্ষাৎকারে এমন বলেছেন ওয়েঙ্গার।

‘দুজনের রাজত্ব শেষ হতে চলেছে। নতুন প্রজন্ম আসতে চলেছে। খুব সম্ভবত ফ্রান্স থেকে কেউ আসবে। এই মুহূর্তে যোগ্য নেতা হতে পারে এমবাপে। আর নেইমারকে তো আমরা জানিই।’