চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নুর মোহাম্মদের তিন দিনের রিমান্ড

চট্টগ্রামে তেলের সঙ্গে তরল কোকেন মিশিয়ে আনার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী আসামির পক্ষে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে খান জাহান আলী লিমিটেডের মালিক নুর মোহাম্মদকে শুক্রবার র‌্যাব-৭ এর সদর দপ্তরে ডেকে নেওয়া হয়। তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতে হাজির করার পর রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত বছরের আট জুন চট্টগ্রাম বিমানবন্দরে আটক বলিভিয়ান সূর্যমুখীর তেলে কোকেনের অস্তিত্ব নিশ্চিত করে কাস্টমস কর্মকর্তারা। বেশ কিছু এজেন্সির উপস্থিতিতে তেলের স্যাম্পলগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়।

৮ জুন চট্টগ্রাম বিমানবন্দরে আটক করা হয় তেলের কন্টেইনারগুলো। এরপর বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তেলের স্যাম্পলগুলো ল্যাবে পাঠানো হয়। দুটি ল্যাবই তাদের রিপোর্টে নিশ্চিত করে যে ১৮৫ কেজি তেলের কন্টেইনারে কোকেন মিশ্রিত রয়েছে।