চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নীরবের মৃত্যুতে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

ম্যানহোলে পড়ে শিশু নীরবের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেনো দেয়া হবে না জানতে চেয়ে এবং সারাদেশের ম্যানহোলের বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেনো দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

গত ৮ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে যায় ইসমাঈল হোসেন নীরব নামে ৬ বছরের এক শিশু। পরে চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে তার মরদেহ বুড়িগঙ্গার স্লুইস গেট থেকে উদ্ধার করা হয়।

রাত নটায় ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে জিহাদ নামে একটি শিশু ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে পড়ে মারা যায়।