চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিষেধাজ্ঞায় চ্যানেল বন্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে এনডিটিভি

সম্প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এন ডি টিভি। আগামী ৯ নভেম্বর ২৪ ঘন্টার জন্য এনডিটিভি হিন্দির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞা সামনে আসার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল সংবাদ সংস্থাটি। এনডিটিভি’র পাশে এসে দাঁড়িয়েছিল প্রেস কাউন্সিল ও এডিটরস গিল্ড।

বলা হযেছিল, ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপে ঘটনা নতুন করে মনে করিয়ে দিচ্ছে ১৯৭০ সালে জরুরি অবস্থার কথা।

এনডিটিভিও বলেছিল, যদি কোনও ধরণের সম্প্রচার নিয়ে কেন্দ্রীয় সরকারের অসুবিধা থাকে, তাহলে সে বিষয়ে আদালতে গেলেই ঘটনার মীমাংসা হত সহজে। তা না করে একতরফা ভাবে এই তুঘলকি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে চ্যানেলের উপর, যা অন্যায়।

এই সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। বিচার চাইতেই তাই আদালতের কাছে যেতে হচ্ছে এনডিটিভিকে।