চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙ্গে খালে, ঠিকাদারের লোকজন পালিয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার দোখাসীপাড়ায় একটি নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙ্গে পড়েছে।

আজ রোববার সকালে ঘটনার পর সেখানে কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকরা পালিয়ে গেছে। খবর পেয়ে খালে ভেঙ্গে পড়া সেতুটি দেখতে জড়ো হয় এলাকার শত শত মানুষ। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে।

নির্মাণ কাজ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয়রা সংশ্লিষ্ঠ প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে অভিযোগ করলেও তারা তা রহস্যজনক কারণে আমলে নেয়নি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের কেউই কাজের কোন তদারকি করেননি বলে অভিযোগ রয়েছে।

কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

২০১৯-২০২০ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮শ’ ৮৩ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের (জিওবি’র) অর্থায়নে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পৌরসভার দরপত্রের মাধ্যমে কাজটি চলমান ছিল। সেতুটির দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ৫.৫ মিটার। সেতুটির প্রায় ৮০ ভাগ কাজ শেষ পর্যায়ে ছিল। এ বছর ২৬ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল।