চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্মাণাধীন ভবনের রড পড়ে জাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়া রডের আঘাতে মাহমুদ বিন আশরাফ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ইফতেদার ইভান (২১) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দর্শন বিভাগের ছাত্র। তিনি মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আহত ইভানকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইভানের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে নিহত আশরাফের মরদেহ মেহেরপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় ১০-১২জন বন্ধু মিলে ধানমন্ডির ওই গলিতে ক্রিকেট খেলছিলেন। হঠাৎ ওই নির্মাণাধীন ভবনরে পাশে থাকা ট্রান্সফরমারের উপর একটি লোহার পাত পড়লে সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সাথে সাথে লোহার পাতটি ছিটকে এসে প্রান্ত ও ইভানের উপর পড়ে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে আহত অবস্থায় দুজনকে দেখতে পান।

ধানমন্ডি থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ‘লোহার রডের আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় মাহমুদ প্রান্তের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছিল। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’