চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্বাচন ৭দিন পেছানোটা অন্যায়: কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশন নির্বাচন যে ৭দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন সেটাকে অন্যায় এবং সরকারের আহ্বানে পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আব্দুল কাদের সিদ্দিকী।

মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, দেশ সম্পুর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই। নির্বাচন কমিশন ঠিক চলছে না। তারা যে নির্বাচন ৭দিন পিছিয়েছে সেটা অন্যায়। এটা তো সরকারের আহ্বান। বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছে।

তিনি বলেন, প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেয়া হয়। কিন্তু এই নির্বাচন কনিশন সেটা করেনি। সে জন্য আমার সন্দেহ হয় প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কিনা। এই সন্দেহ এখনও মানুষের মধ্যে আছে।

কাদের সিদ্দিকী আরো বলেন, অনেকের ধারণা সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।